জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

0
189

খবর৭১ঃ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য। গত ২৬, ২৭ ও ২৮ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ৬ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, হাটহাজারীর সহিংসতার মামলায় শাহজাহান চৌধুরীর সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here