সৈয়দপুরে মাদক সেবন করে বৃদ্ধা মাকে নির্যাতন: পুত্রের এক বছরের কারাদন্ড

0
375

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে মো. আরমান হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম বুধবার (২৮ এপ্রিল) ওই দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের বাঁশবাড়ী পুলিশ লাইন এলাকার মৃত. ইলিয়াস আলীর ছেলে আরমান হোসেন। সে নিয়মিত মাদক সেবন করতো এবং মাদকের টাকার জন্য প্রায় প্রতিদিন তার মায়ের ওপর নানা রকম শারীরিক অত্যাচার নির্যাতন করে আসছিল। ঘটনার দিন গত বুধবার সকালে আবারও সে বাড়িতে মাদক সেবন করে তার বৃদ্ধা মা মালেকা বেগমকে গালমন্দ করাসহ শারীরিক অত্যাচার-নির্যাতন করে। এতে তার মা ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। আর তার মায়ের দেয়া এ লিখিত অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম তৎক্ষণাৎ থানা পুলিশ সদস্যদের নিয়ে আরমানের শহরের বাঁশবাড়ি পুলিশ লাইনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি আরমানকে মাদকসেবন অবস্থায় দেখতে পান। এ সময় আরমান নিজেও মাদক সেবনের কথা অপকটে স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে আরমান হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই দন্ডাদেশ দেন।
এ সময় সৈয়দপুর থানার সহকারি উপপরিদর্শক (এএস আই) মো. নুর আমিনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here