আর কত মৃত্যু দেখবে পৃথিবী

0
205

খবর৭১ঃ মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিনই আক্রান্ত আর মৃত মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণঘাতি এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ২৭৩ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ২২৩ জনে পৌঁছেছে। একই সময়ে করোনা বিশ্বে আরও ১৩ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৯৬৮ জনে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এ বিশ্বচিত্র উঠে এসেছে।

তথ্য বলছে, ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জন মারা গেছে। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন আক্রান্ত ও ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত মৃত্যুতে রয়েছে চতুর্থ অবস্থানে। ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে এখন পর্যন্ত ৫৪ লাখ ৮ হাজার ৬০৬ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৩৬ হাজার ১২১ জন, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৯৮ হাজার ৪৩১ জন, ইতালিতে ৩৯ লাখ ২০ হাজার ৯৪৫ জন, তুরস্কে ৪৫ লাখ ১ হাজার ৩৮২ জন, স্পেনে ৩৪ লাখ ৫৬ হাজার ৮৮৬ জন, জার্মানিতে ৩২ লাখ ৩৮ হাজার ৫৪ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ১৯ হাজার ৫১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মৃত্যুর তালিকায় এ পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ২ হাজার ১৬৪ জন, রাশিয়ায় ১ লাখ ৭ হাজার ১০৩ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৭ হাজার ৩৪৫ জন, ইতালিতে ১ লাখ ১৮ হাজার ৩৫৭ জন, তুরস্ক ৩৭ হাজার ৩২৯ জন, স্পেন ৭৭ হাজার ৪৯৬ জন, জার্মানি ৮১ হাজার ৬৯৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৪ হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন, মারা গেছেন ১০ হাজার ১৮২ জন আর সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

বাংলাদেশে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৭৮১ জনে। এছাড়া এ সময়ে নতুন করে আরও ৪ হার ১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা এখন ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here