নিশো-মেহজাবীনের ‘মহব্বত’

0
342

খনর৭১ঃ ভার্চুয়াল জগতে জমে উঠেছে নিশো-মেহজাবীনের রসায়ন। এ জুটির নাটক মানেই হিট।

নাটকে মূলত দুটি বিপরীত স্রোতের চরিত্রকে এক করেছেন নির্মাতা রুবেল হাসান। নির্মাণ করলেন বিশেষ নাটক ‘মহব্বত’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারাই যার মূল কাজ। একই শহরের বিপরীত ঘরানার মেয়ে মেহজাবীন চৌধুরী। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় ঢাকা থাকে। হাজি সাহেবের যোগ্য মেয়ে হিসেবে সবাই প্রশংসা করে তার।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই
নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার আগের বিশেষ চমক হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here