ফিফটির মাইলফলক তামিমের

0
276

খবর৭১ঃ ক্রাইস্টচার্চেও টসভাগ্য তামিমের পক্ষে যায়নি। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরেছে বাংলাদেশ। আর টসে জিতে বোলিং নিয়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম লাথাম।

এ যেন ডানেডিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি।

আর ব্যাটিংয়ে নেমেই উইকেট খোয়াল সফরকারীরা। শূন্য রানে ফিরে গেলেন ওপেনার লিটন দাস।

তবে অপরপ্রান্ত ধরে রাখা তামিম ইকবাল অধিনায়কচিত ইনিংস খেললেন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ওয়ানডের দিনে জন্মদিনকে সেভাবে রাঙাতে না পারলেও আজ তার ব্যাট কথা বলেছে।

দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়েছেন এ ড্যাশিং ওপেনার। ৮০ বল খেলে ৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চাশতম পঞ্চাশ পূরণ করলেন তামিম।

আগের ম্যাচে ১৫ বল খেলে ১৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়েছিলেন। ক্রাইস্টচার্চে সেই ভুল শুধরে ঠিকই হাফসেঞ্চুরি তুলে নিলেন ইতোমধ্যে। হাফসেঞ্চুরিকে সেঞ্চুরি অবধি নিতে পারেন কি না তাই এখন দেখার বিষয়।

এদিকে দুর্দান্ত খেলতে থাকা সৌম্য সরকার আউট হয়ে গেছেন।

লিটনের আউটের পর তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন আগের ম্যাচের ‘ডাকম্যান’ সৌম্য সরকার।

লিটনের আউটের পর তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন আগের ম্যাচের ‘ডাকম্যান’ সৌম্য সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here