তালার‌ ‌খলিলনগর‌ ‌ইউপি‌ ‌চেয়ারম্যান‌ ‌রাজু’র‌ ‌বরাখাস্তের‌ ‌আদেশ‌ স্থগিত

0
238

নিজস্ব‌ ‌প্রতিনিধি‌ : ‌ সাতক্ষীরা‌ ‌তালার‌ ‌খলিলনগর‌ ‌ইউনিয়নের‌ ‌চেয়ারম্যান‌ ‌আজিজুর‌ ‌রহমান‌ ‌রাজু‌ ‌বরাখাস্তের‌ ‌আদেশ‌ স্থগিত করা‌ ‌হয়েছে।‌ ‌খলিলনগর‌ ‌ইউনিয়নের‌ ‌গঙ্গারামপুর‌ ‌গ্রামে‌ ‌একটি‌ ‌টিআর‌ ‌প্রকল্পের‌ ‌সভাপতির‌ ‌স্বাক্ষর‌ জাল‌ ‌করার‌ ‌অভিযোগে‌ ‌স্থানীয়‌ ‌সরকার‌ ‌(ইউনিয়নপরিষদ)‌ ‌আইন‌ ‌২০০৯‌ ‌এর‌ ‌ধারা‌ ‌৩৪(১)‌ ‌অনুযায়ী‌ ‌খলিলনগর‌ ‌ইউপি‌ ‌চেয়ারম্যান‌ ‌আজিজুর‌ ‌রহমান‌ ‌রাজুকে‌ ‌তার‌ ‌স্বীয়‌ ‌পদ‌ ‌হতে‌ ‌সাময়িক‌ ‌বরখাস্ত‌ ‌করা‌ ‌হয়।‌ ‌
সেই‌ ‌প্রেক্ষিতে‌ ‌চেয়ারম্যান‌ ‌আজিজুর‌ ‌রহমান‌ ‌রাজু‌ ‌উক্ত‌ ‌আদেশের‌ ‌বিপরীদে‌ ‌পিটিশন‌ ‌নং‌ ‌১৯৬৬/২০২১‌ ‌তারিখ‌ ‌২২/২/২০২১‌ ‌তারিখে‌ ‌মহামান্য‌ ‌হাইকোটে‌ ‌একটি‌ ‌রিট‌ ‌পিটিশন‌ ‌করেন।‌ ‌
পরবর্তিতে‌ ‌২৫‌ ‌ফেব্রুয়ারি‌ ‌হাইকোর্ট‌ ‌বিভাগের‌ ‌দুই‌ ‌বিচারক‌ ‌মোঃ‌ ‌মজিবুর‌ ‌রহমান‌ ‌মিয়া‌ ‌এবং‌ ‌মোঃ‌ ‌কামরুল‌ ‌হোসেন‌ ‌মোল্যা‌ ‌৩‌ ‌মাসের‌ ‌জন্য‌ ‌বরাখাস্তের‌ ‌আদেশ‌ ‌স্থগীত‌ ‌করেন।‌ ‌ ‌
তালার‌ ‌খলিলনগর‌ ‌ইউনিয়নের‌ ‌ইউপি‌ ‌চেয়ারম্যান‌ ‌রাজুর‌ ‌বরাখাস্তের‌ ‌স্থগীত‌ ‌আদেশ‌ ‌নিয়ে‌ ‌সোমবার‌ ‌ঢাকা‌ ‌থেকে‌ ‌ফির‌ ‌আসেন।‌ ‌সোমবার‌ ‌(০১‌ ‌মার্চ)‌ ‌দুপুরে‌ ‌আঠার‌ ‌মাইল‌ ‌হতে‌ ‌কয়েকশত‌ ‌মোটরসাইকেলসহ‌ ‌সস্রাধিক‌ ‌নেতাকর্মী‌ ‌শোভাযাত্রা‌ ‌সহকারে‌ ‌তাকে‌ ‌আসেন।‌ ‌
শোভাযাত্রাটি‌ ‌উপজেলার‌ ‌গুরত্বপূর্ণ‌ ‌সড়ক‌ ‌প্রদক্ষিন‌ ‌শেষে‌ ‌খলিলনগর‌ ‌ইউনিয়ন‌ ‌পরিষদ‌ ‌সংলগ্ন‌ ‌বটতলায়‌ ‌সমাবেশে‌ ‌ইউপি‌ ‌চেয়ারম্যান‌ ‌রাজুর‌ ‌নেতাকর্মীদের‌ ‌উদ্দেশ্যে‌ ‌দেন।‌ ‌এ‌ ‌সময়‌ ‌আরও‌ ‌উপস্থিত‌ ‌ছিলেন,‌ ‌
ইউপি‌ ‌সদস্য‌ ‌ইবাদুল,‌ ‌শিক্ষক‌ ‌অরবিন্দু‌ ‌মন্ডল,‌ ‌শহিদুল‌ ‌সরদার,‌ ‌ইউনিয়ন‌ ‌ছাত্রলীগের‌ ‌সভাপতি‌ ‌জামিরুলগাজী,‌ ‌ইউনিয়ন‌ ‌যুবলীগের‌ ‌সেক্রেটারী‌ ‌রনি‌ ‌সরদার,‌ ‌আওয়ামীলীগ‌ ‌নেতা‌ ‌আবুল‌ ‌হোসেন,‌ ‌জামাল‌ ‌হোসেন‌ ‌প্রমূখ।‌ ‌
উল্লেখ্য,‌ ‌খলিলনগরইউনিয়নের‌ ‌গঙ্গারামপুরের‌ ‌গ্রামে‌ ‌একটি‌ ‌টিআর‌ ‌প্রকল্পের‌ ‌সভাপতির‌ ‌স্বাক্ষর‌ ‌জাল‌ ‌করার‌ ‌অভিযোগে‌ ‌স্থানীয়‌ ‌সরকার‌ ‌(ইউনিয়নপরিষদ)‌ ‌আইন‌ ‌২০০৯‌ ‌এর‌ ‌ধারা‌ ‌৩৪(১)‌ ‌অনুযায়ী‌ ‌খলিলনগর‌ ‌
ইউপি‌ ‌চেয়ারম্যান‌ ‌আজিজুর‌ ‌রহমান‌ ‌রাজুকে‌ ‌তার‌ ‌স্বীয়‌ ‌পদ‌ ‌হতে‌ ‌সাময়িক‌ ‌বরখাস্ত‌ ‌করা‌ ‌হয়।‌ ‌সেই‌ ‌প্রেক্ষিতে‌ ‌চেয়ারম্যান‌ ‌আজিজুর‌ ‌রহমান‌ ‌রাজু‌ ‌উক্ত‌ ‌আদেশের‌ ‌বিপরীদে‌ ‌রিট‌ ‌পিটিশন‌ ‌নং‌ ‌১৯৬৬/২০২১‌ ‌তারিখ‌ ‌২২/২/২০২১‌ ‌তারিখে‌ ‌মহামান্য‌ ‌হাইকোটে‌ ‌একটি‌ ‌রিট‌ ‌পিটিশনকরেন।‌ ‌
পরবর্তিতে‌ ‌২৫‌ ‌ফেব্রুয়রী‌ ‌হাইকোর্ট‌ ‌বিভাগের‌ ‌দুইবিচারক‌ ‌মোঃ‌ ‌মজিবুর‌ ‌রহমান‌ ‌মিয়া‌ ‌এবং‌ ‌ মোঃ‌ ‌কামরুল‌ ‌হোসেন‌ ‌মোল্ল্যা‌ ‌৩‌ ‌মাসের‌ ‌জন্য‌ ‌বরাখাস্তের‌ ‌আদেশ‌ ‌স্থগীত‌ ‌করেন।‌ ‌ ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here