তরুণ প্রজন্মর কাছে ভাষার মাসের ইতিহাস ছড়িয়ে দিতে হবে

0
212

খবর ৭১: বাংলাভাষার সমৃদ্ধির জন্য বেশি করে বাংলাভাষার চর্চা করতে হবে। তরুণ প্রজন্মর কাছে ভাষার মাসের ইতিহাস ছড়িয়ে দিতে হবে। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। নিজেদের লেখার মাধ্যমে বাংলাভাষার আলাদা সত্ত্বা তৈরি করতে হবে। মাতৃভাষাকে হৃদয়ে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে ‘মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত পাঠাগারের ৭৬২ তম সাহিত্য আসরে বক্তারা একথাগুলো বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে.কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.), কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, লেখক চিকিৎক আব্দুল জলিল চৌধুরী।
গল্পকার তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় হেলাল ইসহাক’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, কবি সরওয়ার ফারুকী, কবি মোশাররফ হোসেন সুজাত, কবি শাহেদ শাহরিয়ার, কবি মাহফুজ জোহা, কলামিস্ট জুঁই ইসলাম, কবি মোহাম্মদ মঈন উদ্দিন, জুনেদ আহমদ, হেলাল ইসহাক, ফাতেমা লিপি, দিলরুবা আক্তার ও মোহাম্মদ হাবীব উল্লাহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here