ক্যাপিটল হিলে হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

0
223

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই মামলা করেন জ্যেষ্ঠ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থম্পসন।

জানা গেছে, ট্রাম্পের পাশাপাশি তার আইনজীবি রুডি গিউলিয়ানী এবং চরমপন্থী দল প্রাউড বয়েস এবং ওথ কিপার্সের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন থম্পসন।

মার্কিন সিনেটে দ্বিতীয়বারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেহাই পাওয়ার দুই দিন পরই এই মামলা দায়ের করা হলো।

মার্কিন স্বরাষ্ট্র দফতরের হাউস কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন একজন কৃষ্ণাঙ্গ। তিনি কু ক্লাক্স ক্ল্যান অ্যাক্ট ভঙ্গের দায়ে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। কু ক্লাক্স ক্ল্যান আইনটি ১৯ শতকে মার্কিন গৃহযুদ্ধ পরবর্তী কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার জন্য করা হয়েছিল ।

থম্পসন অভিযোগ করেছেন যে ট্রাম্প, গিউলিয়ানী এবং আরো দুটি দল বাইডেনের নির্বাচনী জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিন বলপ্রয়োগ, ভয় এবং হুমকি দিয়ে তার সরকারী দায়িত্ব পালনে বাধা দেওয়ার ষড়যন্ত্র করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here