0
207

খবর৭১ঃ
নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি স্বরূপ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ‘উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসি) অ্যাওয়ার্ড ২০২১: ফর উইমেন অব দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ’ পুরস্কার দিয়েছে ওমেন ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ।

শনিবার ‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব দ্যা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর উদ্যোগে আয়োজিত ‘এশিয়ান উইমেন এন্টারপ্রিনিউর্স সামিট ২০২১’ শীর্ষক সামিটে স্পিকারকে এই পুরস্কার দেয়া হয়।

ডব্লিউআইসিসি-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন আরোরা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে স্পিকারকে এই পুরস্কারে ভূষিত করার বিষয়টি অবহিত করা হয়। এ বছর স্পিকারের পাশাপাশি ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা একই পুরস্কারে ভূষিত হন।

৬ থেকে ৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই সামিটের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে স্পিকার ভার্চুয়ালি যুক্ত হন।

পুরস্কারটি নারীদের উৎসাহিত করার জন্য ওমেন ইকোনমিক ফোরাম কর্তৃক পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী, বিশ্ব নেতাদের মাঝে এই সম্মানজনক পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে মাল্টার প্রেসিডেন্ট মারি লুইস কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, চিলির প্রেসিডেন্ট ড. মিসেল ব্যাচেলেট, কিরগিজিস্তানের প্রেসিডেন্ট রোযা ইসাকোভনা ওতুনবায়েভা, যুক্তরাজ্যের চেরি ব্লেয়ার, নোবেল বিজয়ী তিউনিসিয়ার ওয়েদেদ বৌসামেউই, নোবেল বিজয়ী গুয়েতেমালার রিগোবার্তা মেন্সু প্রমুখ সম্মানজনক ‘ডাব্লুআইসিসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here