সুন্দরগঞ্জে নকল বীজ বিক্রি করে প্রতারণা করায় মানববন্ধন সুন্দরগঞ্জে নকল বীজ বিক্রি করে প্রতারণা করায় মানববন্ধন

0
219
সুন্দরগঞ্জে নকল বীজ বিক্রি করে প্রতারণা করায় মানববন্ধন

সুদীপ্ত শামীম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএডিসির নকল বীজ বিক্রি করে প্রতারনার ঘটনায় অভিযুক্ত ভূয়া ডিলার একরামুলের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী কৃষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন সরদার দুলাল, মাসুদ রানা, রায়হান বাবু, রাব্বি মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএডিসির ভূয়া বীজ ডিলার একরামুল হক সাধারণ আলু পূণরায় প্যাকেট করে বীজ আলু হিসেবে বিক্রি করেন। এতে বিএডিসির বস্তায় নকল বীজ সরবরাহ করেন। ফলে আলু বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপুরুণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here