আলোকিত সুন্দরগঞ্জ’র শীতবস্ত্র পেল মাদ্রাসার শিক্ষার্থীরা

0
243
আলোকিত সুন্দরগঞ্জ'র শীতবস্ত্র পেল মাদ্রাসার শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’র শীতবস্ত্র হিসেবে কম্বল পেল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। ঘন কুয়াশা ও কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগআপ্লুত হন শীতার্ত মাদ্রাসার এতিম ও অসহায় কোমলমতি শিক্ষার্থীরা।

শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারীর গ্রামের সৈয়দবাড়ী হাফিজিয়া ও কওমী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেয়া হয়। এছাড়াও, ওই ইউনিয়নের দুস্থ, অসহায় ও ছিন্নমূল মহিলাদের হাতেও কম্বল দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আলোকিত সুন্দরগঞ্জ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনি, সাধারন সম্পাদক ডাঃ আব্দুস ছালাম মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর ফারুক, অর্থ সম্পাদক আসাদুজ্জামান সরকার, দহবন্দ ইউনিয়নের সমন্বয়ক উত্তম কুমার প্রমূখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনি বলেন, ‘এই কনকনে শীতে এতিম ও অসহায় কোমলমতি শিক্ষার্থী এবং ছিন্নমূল মহিলাদের হাতে কম্বল তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। এই শীতে শীতার্তদের মাঝে আমাদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here