করোনা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

0
216

খবর৭১ঃ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থাপনাগত বিষয় নিয়ে বিশ্বের প্রায় ১০০টি দেশের পর্যালোচনা করা হয়েছে। এতে অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী বৃহৎ দেশ ভারতের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের অবস্থান ৮৪তম। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউটের করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে করা র‌্যাঙ্কিংয়ে এই ফলাফল এসেছে বলে জানিয়ে রয়টার্স।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনটি দেশের তালিকায় স্থান পেয়েছে নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও তাইওয়ান। শীর্ষ ১০-এ থাকা বাকি দেশগুলো হলো থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা। পর্যাপ্ত তথ্য না পাওয়ায় যেখানে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল সেই চীনকে বাদ দেয়া হয়েছে তালিকা থেকে।

র‌্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৪তম। বাংলাদেশের আগে ৮৩তম অবস্থানে রয়েছে ইরাক। বাংলাদেশের পরে ৮৫তম দেশ ইন্দোনেশিয়া এবং ভারতের অবস্থান ৮৬তম । আবার বাংলাদেশের চাইতেও ১০ ধাপ পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরেই ইরান, কলম্বিয়া, মেক্সিকো। এই তালিকায় সবার নিচে অবস্থানকারী দেশ হলো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

প্রতি দেশের তালিকা করার জন্য মোট করোনা আক্রান্তের সংখ্যা, প্রতি ১০ লাখে আক্রান্তের সংখ্যা, প্রতি ১০ লাখ আক্রান্তে মৃত্যুর সংখ্যা এবং প্রতি হাজারে করোনা টেস্টের সংখ্যার হিসাব নিয়ে এই তালিকা করা হয়েছে। ৩৬ সপ্তাহ সময় নিয়ে তালিকাটি করা হয়।

এছাড়া ১৬তম অবস্থানে রয়েছে মালয়েশিয়া, ৪৪তম স্থানে বাহরাইন, ৪৫তম স্থানে জাপান, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ৬২তম স্থানে ইসরাইলের অবস্থান। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাঙ্কিংয়ে রয়েছে।

বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া এই তালিকায় ৭৬তম স্থানে, কুয়েত রয়েছে ৮০তম স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here