ঝালকাঠিতে বিচারকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

0
529
ঝালকাঠিতে বিচারকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মহদিপুর গ্রামের শওকত আলী খানের পুত্র জামালপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান (মাসুখ) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোলাম সাইদ খান। শনিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় আবৃতি পরিষদ ঝালকাঠি শাখার আহবায়ক উম্মে সালমা, কিশোর থিয়েটারের পরিচালক লাম আলিফ খান, কবি কামিনি রায় জীবনানন্দ দাস স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি আজিম তালুকদার, জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আক্তার। পোনাবালিয়ার মহদিপুর গ্রামের জুলফিকার আলী খান (মাসুখ) এর বিরুদ্ধে ভূমিদখল, ঘর-বাড়ি ভাংচুর এর অভিযোগ এনে লিখিত বক্তব্যে গোলাম সাইদ খান বলেন, তার বাড়ীর জমি যাহার বিএস দাগ নং ২২৭, পারিবারিক কবরস্থান যাহার বিএস দাগ নং ২২৬ এই দুই দাগের ৪ শতাংশ জমি অনেক আগেই দখল করে নেয়া হয়েছে। চলতি বছরের ৯ জানুয়ারী ২২৭ দাগ থেকে নতুন দেয়াল নির্মান করে ৬ শতাংশ জমি দখল করে নেয়া হয়েছে।

এর প্রতিবাদ করলে হত্যা করা হবে বলেও ভাড়া করা মাস্তান দিয়ে হুমকি দেয়া হয়। বাড়ি, কবরস্থান এবং চলার পথ থেকে ১০ শতাংশ ছাড়াও ধানের জমি থেকে ১৮১/১৮২/১৮৩ ও ১৩৮ নং খতিয়ানের প্রায় ৫ একর জমি দকল করে নেয়া হয়েছে। এর বাইরেও তিনি সরকারের ১ নং খতিয়ান ভুক্ত ১৯২ দাগের ৬০ একর জমি দখল করেছে। জুলফিকার আলী মাসুখ সাহেব ভোলা জেলায় দায়রা জজ হিসেবে কর্মরত থাকাবস্থায় ঘুষ নিয়ে জজ কোর্টে চাকরী বানিজ্য করার অভিযোগ উঠেছিলো সে ঘটনায় একটি মামলাও হয়েছিলো পরবর্তীতে ক্ষমতার বলে সেই মামলা থেকে রেহাই পায়। এস.এ ১৯২ দাগের জমি সরকারের ১ নং খতিয়ান ভুক্ত। কিন্তু তিনি জেলা ও দায়রা জজের ক্ষমতার পাওয়ার দেখিয়ে বিএস পর্চায় নিজেদের নামে ২৯ একর জমি রেকর্ড করে নিয়েছে। সেই জমি নিয়ে সরকার পক্ষের সাথে ঝালকাঠিতে একটি মামলা চলমান আছে। শুধু জমি দখলই নয়, জুলফিকার আলীর বিরুদ্ধে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ এনে গোলাম সাইদ খান তার লিখিত বক্তব্যে বলেন, তিনি বহু আগ থেকেই জঙ্গী জামাত সংগঠনকে অর্থ দিয়ে সহযোগীতা করে আসছে। এ বিষয়ে জামালপুর জেরা ও দায়রা জজ জুলফিকার আলী খান (মাসুখ) মুঠো ফোনে বলেন, যে জমিতে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে সেই জমি আমারনা। অন্যের জমির বিরোধ নিস্পত্তিতে আমি মধ্যস্থতা করে সমাধান করে দিয়েছে। তাই একটি পক্ষ আমাকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট অভিযোগ উঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here