মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধে চীনের নতুন আইন

0
336
মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধে চীনের নতুন আইন

খবর৭১ঃ ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। অন্যায় বিদেশি আইনের খড়গ থেকে নিজেদের কোম্পানিকে সুরক্ষা দিতে আইন প্রণয়ন করেছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।

সপ্তাহের শেষ দিনে যে পরিবর্তনের ঘোষণা এসেছে, তাতে এমন বিধিনিষেধের আওতায় পড়া কোম্পানিগুলোকে শাস্তি দিতে পারবে চীনা আদালত।-খবর বিবিসির

চীনা কোম্পানিগুলোকে একের পর এক নিষেধাজ্ঞার নিশানা বানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার জন্য হুমকি।

কালোতালিকাভুক্ত কোম্পানিগুলোর যন্ত্রাংশ সরবরাহ কারীদের সাজা দিতে তিনি পদক্ষেপ নিয়েছেন।

শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বিদেশের অন্যায্য ও অন্যায় হস্তক্ষেপমূলক আইনের জবাব দিতে এই নতুন আইন।

সম্প্রতি ট্রাম্পের নিষেধাজ্ঞার খাড়ায় পড়েছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত চীনের তিনটি বৃহৎ টেলিকম ফার্ম।

চীনের সেনবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে অভিযোগ তুলে গত নভেম্বরে ট্রাম্প নির্বাহী আদেশে চীন মোবাইল, চীন টেলিকম এবং চীন উইনিকম হংকং নামের তিনটি কোম্পনির উপর নিষেধাজ্ঞা জারি করেন।

বিবিসি জানায়, সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে সোমবার থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওই তিন কোম্পানির শেয়ার তালিকাচ্যুত হয়ে যাবে।

এছাড়া, ট্রাম্প গত মাসে আটটি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেন। যেগুলোর মধ্যে জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে এবং উইচ্যাট পে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here