মিরসরাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

0
281
মিরসরাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

রেদোয়ান হোসেন জনিঃ
‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ – এ প্রতিপাদ্য বিষয়ে আজ ২রা জানুয়ারি ২০২১ইং সারাদেশের ন্যয় মিরসরাইতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়।

মিরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১১ঘটিকায় বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো: শামীমের উপস্থাপনায়
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আলম শাহীন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ডা. আনোয়ার হোসেন, সমমনা সংঘের সহ-সম্পাদক নুরউদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম রয়েল, প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক সাজেদুল করিম আসাদ, অদম্য যুব সংঘের সিনিয়র সহসভাপতি ও পজিটিভ মিরসরাই পত্রিকার সম্পাদক কামরুল হাসান জনি, দীপ জেলে যাই এর সাধারণ সম্পাদক মহিবুল আরিফ, প্রজন্মের ভাবনার এডমিন দীন মোহাম্মদ, ইউসামের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সমাজসেবা কার্যালয়ের হিসাবরক্ষক মো: শাহাবুদ্দীন, ইউনিয়ন সমাজকর্মী নীলিমা চক্রবত্তীসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রতিস্থাপনকৃত ভাতাভোগীদের মাঝে ভাতা বই, ৪জনকে হুইল চেয়ার, প্রতিবন্ধীর মাঝে আইডি কার্ড বিতরণ এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অনুদানের অর্থ সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ক্লাবগুলো হচ্ছে শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, সমমনা সংঘ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, মিশুক, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থা, প্রাক্তন ছাত্র পরিষদ দুর্গাপুর, ঝংকার, যুব উন্নয়ন সংঘ, জাগ্রত প্রতিভা, প্রজন্ম মীরসরাই, নির্বাণ সংঘ, আদর্শ বন্ধু ফোরাম, হিতকরী, অদম্য ২০০৫, সৃজন যুব সংঘ, ইউসাম, দীপ জেলে যাই, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, স্বপ্নতরী-৭১, সৈয়দপুর সমাজ কল্যাণ সংস্থা, নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদ, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, একতা সংঘ, বিপ্লব সংঘ, ফ্রেন্ডশীপ-৯৮, অনির্বাণ ক্লাব ঘেড়ামারা, প্রথম প্রহর ফাউন্ডেশন, প্রজন্মের ভাবনা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here