ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনেও ‘অ্যালার্জির’ অস্তিত্ব

0
348
ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনেও ‘অ্যালার্জির’ অস্তিত্ব

খবর৭১ঃ
করোনা ভ্যাকসিন ফাইজার-বায়োএনটেকের পর এবার মডার্নার ভ্যাকসিনেও অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের বোস্টন মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক জানিয়েছেন, মডার্নার তৈরি ভ্যাকসিনটি নেয়ার পরপরই তার শরীরে মারাত্মকভাবে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। হোসেইন সদরজাদেহ নামের ওই স্বাস্থ্যকর্মী আরও বলেছেন, অ্যালার্জির পাশাপাশি তার হৃৎস্পন্দন অনেক বেশি বেড়ে গিয়েছিল। খবর নিউইয়র্ক টাইমসের।

এর আগে ফাইজারের তৈরি ভ্যাকসিনের বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়ার খবর সংবাদ মাধ্যমে আসে। সবচেয়ে বেশি পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এসেছে ব্রিটেন থেকে। দেশটির বিজ্ঞানীরা বলছেন, ধারণার চেয়ে বেশি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এছাড়া, ফাইজারের ভ্যাকসিন নিয়ে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এক নার্সও অজ্ঞান হয়ে যান।

তবে এসব বিচ্ছিন্ন ঘটনাকে বিজ্ঞানীরা বিপজ্জনক মনে করছেন না। তাদের দাবি যৌগিক পলিয়াথিলিন গ্লাইকোলের (পিইজি) কারণে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। তাই এই পার্শ্বপ্রতিক্রিয়ার পরেও ভ্যাকসিন দেয়া অব্যাহত রাখা উচিত।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ভ্যাকসিন গবেষক এলিজাবেথ ফিলিপসের কথায়, ‘ভ্যাকসিন দিয়ে যাওয়া দরকার। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়েও সচেতন হতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here