করোনায় ঝরল আরও ৩২ প্রাণ

0
218
করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু

খবর৭১ঃ প্রাণঘাতি করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৫২ জনে। একই সময়ে এক হাজার ৩৫৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়েছেন তিন হাজার ৩৯৩ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১৪০টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ৩৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত সরকারিভাবে ২৩ লাখ ৭৩ হাজার ৮০৯ ও বেসরকারিভাবে পাঁচ লাখ ৯৫ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় চার লাখ ৯০ হাজার ৫৩৩ জন শনাক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২০ জনই ষাটোর্ধ্ব। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা হলো সাত হাজার ৫২ জনে।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ৩৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় চার লাখ ২০ হাজার ৮৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী আট জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেটে তিনজন এবং রংপুরে তিনজন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here