১৭-১৮ ডিসেম্বর শৈত্যপ্রবাহ হতে পারে

0
247
১৭-১৮ ডিসেম্বর শৈত্যপ্রবাহ হতে পারে

খবর৭১ঃ আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। এই শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। পাশাপাশি শৈত্যপ্রবাহের আগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এমনই আভাস দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, এবারের শীত মৌসুমে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে। প্রথমদিকে দেশের উত্তরাঞ্চলে এ শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। তখন উত্তরাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তবে শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলে হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। পরবর্তীতে দেশজুড়ে এ শৈত্যপ্রবাহ অনুভূত হবে।

ওমর ফারুক বলেন, বর্তমানে যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে, তা আরো দুই দিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here