বীর মুক্তিযোদ্ধা বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মুত্যুতে সম্প্রীতি বাংলাদেশ-এর শোক

0
369

খবর৭১: বীর  মুক্তিযোদ্ধা বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ।

তাঁরপরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনের এক শোকবার্তায় বলা হয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশবিনির্মাণে আরী যাকেরের অবদান জাতি চিরকাল মনে রাখবে। বাংলাদেশ যে চার মূলনীতি নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র চার নীতিকে তিনি মনেপ্রাণে ধারণ করতেন

দেশকে তিনি বুকেলালন করতেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। অভিনয় সৃজনশীল কর্মেরমধ্য দিয়ে এদেশের অগণিত দর্শকশ্রোতার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

শোকবার্তায় স্বাক্ষর করেছেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল, উপদেষ্টাশফিকুর রহমান এমপি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক রাষ্ট্রদূত কে এম আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়কআরমা দত্ত এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), মেজর জেনারেল জন গোমেজ (অব.), ডা. উত্তম কুমারবড়ুয়া, . চন্দ্রনাথ পোদ্দার, . বিমান বড়ুয়া, . অসীম কুমার সরকার, ডা. নুজহাত চৌধুরী, সাবেক ছাত্রনেতা মিহির কান্তিঘোষাল, তাপস হালদার, রেভারেন্ড মার্টিন অধিকারী, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, আশরাফ আলী,  বেলাল আহমেদ, শামসুলআলম সেতু, সলিমুল্লাহ সেলিম, বরুণ ভৌমিক নয়ন, কল্যাণ সাহা, অনয় মুখার্জী, সাইফ আহমেদ, ডা. মাসুদ আলম. ডা. সুনান বিন ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here