চলমান করোনা পরিস্থিতিতে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবেঃ সংসদে প্রধানমন্ত্রী

0
417
চলমান করোনা পরিস্থিতিতে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবেঃ সংসদে প্রধানমন্ত্রী

খবর৭১ঃ চলমান করোনা পরিস্থিতিতে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, এজন্য সরকার স্কুল খুলে দিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না

একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তিনি মন্তব্য করেন

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশেও স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে। অবস্থায় স্কুল খুলে বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারি না। করোনা সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরার আহ্বান জানান

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও আসতে শুরু করেছে। করোনা মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। ভ্যাকসিনের আগাম বুকিং দেওয়া হয়েছে

এর আগে সন্ধ্যা ৬টা মিনিটে স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here