শঙ্কা বাড়ছে, যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে নতুন রেকর্ড

0
312
সারাদেশে করোনা ভাইরাসে আরো ২১ জনের মৃত্যু

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১ হাজার ৯৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৭৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত একদিনে দেশটিতে নতুন করে আরো ১ হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এই মৃত্যু দেশটিতে নতুন রেকর্ড। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬১৮ জন।

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিনিয়ত এক লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। সেইসঙ্গে দেশটিতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে।

সোমবার দেশটির বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে প্রায় ৫৯ হাজার রোগী চিকিত্সাধীন ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও বাড়ছে করোনা রোগী। এনিয়ে জনসাধারণের মধ্যে শঙ্কা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here