করোনায় বিশ্বে ৭ হাজারের বেশি প্রাণহানি, আক্রান্ত ৫ লাখ পার

0
370
সারাদেশে করোনা ভাইরাসে আরো ২১ জনের মৃত্যু

খবর৭১ঃ করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ১২ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা গেছেন সাড়ে ১২ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। মারা গেছেন প্রায় সাড়ে পাঁচশ। এ অবস্থায় আবারও বিধিনিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।

করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৫২৮ জন। একদিনে মৃত্যু হয়েছে সাত হাজার ৩৩৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন দুই লাখ ৬০ হাজার ২০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৪১৯ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬৯ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭৯৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৯৫৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৯১ হাজার ৭৫ জন এবং মারা গেছে ১ লাখ ২৭ হাজার ১০৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৬ লাখ ৭৫ হাজার ৭৬৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৬৩৮ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ০৭ হাজার ৪৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪০ হাজার ৯৮৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ১৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৭৯৮ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৯২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here