অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা’

0
284
অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা'

খবর৭১ঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, অন্তত আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত তার দেশকে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুক্রবার প্যারিসে একটি হাসপাতাল পরিদর্শনকালে ম্যাক্রোঁ এমনটি বলেন।

গত একদিনে ফ্রান্সে ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৮ জন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফ্রান্সের রাজধানী প্যারিস ও পার্শ্ববর্তী এলাকাসহ ৮টি বড় শহরে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪ সপ্তাহের জন্য কারফিউ জারি করা হয়েছে। এটি আগামী ৬ সপ্তাহ পর্যন্ত চলবে।

এদিকে রাশিয়া, পোল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ডেও করোনা শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউরোপে করোনার সংক্রমণ বৃদ্ধি করোনার বিরুদ্ধে লড়াইয়ের একটি জটিল মুহূর্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here