সিলেটের কমিশনারসহ ১৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

0
383
এবার কক্সবাজারের ৮ থানার ওসিসহ ৩৪ কর্মকর্তাকে বদলি

খবর৭১ঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আদেশে সিলেটের কমিশনার করা হয়েছে এসপিবিএনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. নিবারুল আরিফকে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াকে এসপিবিএনের উপ-পুলিশ মহাপরিদর্শক, সিলেট সিআইডির পুলিশ সুপার ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে রাজশাহীর সারদায়, র‌্যাব পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে ঢাকার নৌ পুলিশে, সিলেট সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক, সিলেট পুলিশের টেলিকম শাখার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক এম এ জলিলকে খুলনার শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক তানভীর মমতাজকে গাজীপুর মহানগরীর ‍উপ-পুলিশ কমিশনার, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ কামরুজ্জামানকে চাঁদপুরের নৌ পুলিশ ইউনিটে, ডিএমপির উপ-পুলিশ কমিশনরা বেগম সুনন্দা রায়কে পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক, খুলনার শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. নাজমুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক এবং গাজীপুর মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে খুলনার নৌ- পুলিশ ইউনিটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক নেছার উদ্দীন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার বেগম ফাহিমা হোসেনকে ময়মনসিংহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহামদ কামরুল ইসলামকে মাদারিপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়াকে চট্টগ্রাম নৌ পুলিশের পুলিশ সুপার, সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেগম সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, সদ্য পুলিশ সাপার হওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার পদে পদায়ন করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here