ভারতের তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০

0
321
ভারতের তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০

খবর৭১ঃ ভারতের তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা।

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এই বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ছয় হাজার কোটি রুপি বলে তেলেঙ্গানা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে যে, শুধু হায়দ্রাবাদ শহরেই কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম বেঙ্গালুরু টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার হায়দ্রাবাদে ৩১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯১৬ সালের পর শহরটিতে একদিনে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি ।

এদিকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বৃহস্পতিবার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করার জন্য একটি সভা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ত্রাণ ও পুনর্বাসনের জন্য অবিলম্বে ১৩৫০ কোটি রুপি দেওয়ার আবেদন জানিয়ে চিঠি লেখেন।

তেলেঙ্গানা রাজ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী। তারা একদিকে যেমন নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, একই ভাবে সাধারণ যান চলাচলের জন্য অবস্থা অনুকূল করার চেষ্টাও চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here