তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

0
274
তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

খবর৭১ঃ
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেফতার আটজনকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার বিকালে আদালতে তাদের হাজির করে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি।

শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

এদিকে সিআইডি প্রাথমিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অবহেলার প্রমাণ পেয়েছে বলে জানানো হয়েছে। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন করার জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিতাসের ওই আটজনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। কর্তব্যে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার জামাত শেষে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়।

মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here