মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার, শনাক্ত তিন লাখের বেশি

0
302
৮৩ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত

খবর৭১ঃ করোনা ভাইরাসে দেশে মৃত্যু সাড়ে চার হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে তিন লাখের বেশি।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫১৬ জন।

মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী সাতজন। হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ছয়জনের মৃত্যু হয়।

এছাড়া গত এক দিনে আরো দুই হাজার ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় আরো তিন হাজার ২৯৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ তিন হাজার ৫৩৪ জন এবং নারী ৯৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here