‘দগ্ধদের সবার শ্বাসনালি পুড়ে গেছে, কারও অবস্থা ভালো না’ঃ স্বাস্থ্যমন্ত্রী

0
343
'দগ্ধদের সবার শ্বাসনালি পুড়ে গেছে, কারও অবস্থা ভালো না'ঃ স্বাস্থ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পুড়ে গেছে। আজ রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন। প্রত্যেকেরই ৭০ থেকে ৮০ শতাংশ পোড়া। এখন যে ১৩ জন চিকিৎসাধীন তাদের কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসাধীন ১৩জন হলেন- ইমরান (৩০), মামুন (২৩), আমজাদ (৩৭), আ. সাত্তার (৪০), হান্নান (৫০), আ. আজিজ (৪০), রিফাত (১৮), নজরুল ইসলাম (৫০), মো. কেনান (২৪), আবুল বাসার মোল্লা (৫১), মনির ফরাজী (৩০), শেখ ফরিদ (২১) ও মো. ফরিদ (৫৫)। তাদের মধ্যে ফরিদ, মনির ফরাজী, কেনান, আজিজ, আমজাদ ও আবুল বাশারকে আইসিইউতে রাখা হয়েছে।

জাহিদ মালেক বলেন, এই ঘটনায় অবহেলাজনিত কারণ দেখিয়ে মামলা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কারও সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব হাসপাতালেই বার্ন ইউনিট করার পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here