রাতে চলাচলে বিধি-নিষেধ থাকছে না

0
320
রাতে চলাচলে বিধি-নিষেধ থাকছে না

খবর৭১ঃ করোনার বিস্তার রোধে জরুরি প্রয়োজন ছাড়া রাতে বাড়ি থেকে বের হওয়ার ওপর যে বিধি-নিষেধ ছিল তার মেয়াদ আর বাড়ায়নি সরকার।

ফলে রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিলো তা আর থাকছে না।

সোমবার করোনা মহামারিতে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাসস্থানের বাইরে মাস্ক পরা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব নির্দেশনা ১ সেপ্টেম্বর থেকে পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here