অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

0
361
অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

খবর৭১ঃ বাসের বাড়তি ভাড়া বন্ধ করে আগের নিয়মে সব সিটে যাত্রী নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন। ভাড়াও বাড়ানো হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার রেলভবনে লাগেজ ভ্যান সংগ্রহে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘সমস্ত রেল আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে, নাকি নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। আসন পূর্ণ করে আগের ভাড়ায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। আমরা (রেল চলাচল নিয়ে) তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

এখন পর্যন্ত রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে এবং পণ্য পরিবহনে রেলের আয় বাড়াতে বলেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here