ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

0
38

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।

এর আগে, আদালত ইশরাকের শপথ স্থগিত চেয়ে করা একটি রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য দিন ধার্য করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এলো।

আদালতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু প্রায় তিন বছর পর, ২০২৪ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

এই রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশে বিলম্ব করায় ইশরাকপন্থীরা আপত্তি জানান। পরে ২৭ এপ্রিল কমিশন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে।

তবে এরপরই এই গেজেট ও শপথগ্রহণ নিয়ে শুরু হয় আইনি টানাপোড়েন। ডিএসসিসির এক বাসিন্দা হাইকোর্টে রিট করে শপথ বন্ধের দাবি জানান। হাইকোর্ট রিটটি শুনানিযোগ্য নয় বলে খারিজ করে দেয়। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয়।

এ বিষয়ে আপিল বিভাগ স্পষ্ট জানায়, ইশরাক হোসেনের শপথের বিষয়ে এখন আর আদালতের কিছু বলার নেই, নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে ইশরাককে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসির নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী। মূল ফটকে তালা লাগিয়ে অফিস কার্যক্রম বন্ধ করে রেখেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here