বান্দরবানে গোলাগুলিতে জনসংহতি সমিতি সংস্কারপন্থি গ্রুপের ছয় জন নিহত

0
392
বান্দরবানে গোলাগুলিতে জনসংহতি সমিতি সংস্কারপন্থি গ্রুপের ছয় জন নিহত

খবর৭১ঃ বান্দরবান সদর উপজেলার বাগমারায় গোলাগুলিতে জনসংহতি সমিতি সংস্কারপন্থি গ্রুপের জেলা সভাপতি রতনসহ ছয় জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেএসএস সংস্কারপন্থি দলের সভাপতি রতন তংচঙ্গা, সহ-সভাপতি প্রসিত তংচঙ্গা, ডেবিড বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দীপেন চাকমা। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত বিদ্যুৎ ত্রিপুরা, নিতাই চাকমা ও হ্লাওয়াই চিং মারমাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জেলা সভাপতি রতনের নেতৃত্বে বৈঠক করছিল জেএসএস সংস্কারপন্থিরা। এসময় জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা বৈঠকে গুলি করলে ঘটনাস্থলেই ছয় জন মারা যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গোলাগুলির বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। এদিকে ঘটনাস্থলে সেনাবাহিনী টহল দিচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ