নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত,সৈয়দপুরে ৩৪ জন আক্রান্ত

0
393
করোনায় তরুণদের আক্রান্তের হার সবচেয়ে বেশি

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নতুন করে আরো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।গতকাল রোববার দিনাজপুর এম. এ. রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ওই করোনা পজিটিভ শনাক্তের ফলাফল নীলফামারী সিভিল সার্জন দপ্তরে আসে। পরে তা সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ নিয়ে সৈয়দপুর উপজেলায় সর্বমোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ -এ। গতকাল করোনা পজিটিভ ফলাফল এসেছে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার এক কর্মচারী (৩৬), সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের এক উপ-পরিদর্শকের পরিবারের এক সদস্যের (২২) এবং উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একজনের (২৪)। এদের মধ্যে প্রথম দুই ব্যক্তির নমুনা গত ৮ জুন এবং শেষের জনের নমুনা গত ১০জন সংগ্রহ করা হয়েছিল।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এর আগে সৈয়দপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ৩১ জন। এদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৩ জন। এছাড়াও ১৮ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার সৈয়দপুর উপজেলা নতুন করে করোনা পজিটিভ শনাক্ত তিন ব্যক্তির করোনা সংক্রমণ শনাক্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এদের মধ্যে বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার কর্মচারীর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়। তাই ওই করোনা সংক্রমন শনাক্ত ওই ব্যক্তিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগ আইসোলেশনের নেওয়ার ব্যবস্থা নেবেন। আর করোনা শনাক্ত বাকি দুইজনকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here