শেরপুর জেলা প্রশাসনের প্রধানমন্ত্রীর উপহার ত্রানসামগ্রী বিতরণ

0
487
শেরপুর জেলা প্রশাসনের প্রধানমন্ত্রীর উপহার ত্রানসামগ্রী বিতরণ

শেরপুর থেকে আবু হানিফ:
শেরপুর জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন। প্রতিদিনই করোনার কারণে ক্ষতিগ্রস্থ শ্রমিক, মেহনতি মানুষ ও গরিব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে অন্তত ৩০ হাজার মানুষের মাঝে চাল, ডাল, আলো, সাবান তেল ও লবন বিতরণ করা হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধনের পর থেকে তার নির্দেশে জেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারগণ এসব ত্রাণ সামগ্রী মানুষের ঘরেঘরে গিয়ে বিতরণ করছেন। ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল জেলা শহরের বিভিন্ন মহল্লায় ঘুরেঘুরে ত্রাণসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল হক মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ও মাহমুদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মামুন বলেন, আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশে, প্রতিটি দরিদ্র, অসহায় ও করোনার কারণে বেকার হয়ে যাওয়া মানুষের তালিকা করে তাদের বাড়ী বাড়ী গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here