অভিযান ক্লাব বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন

0
779
অভিযান ক্লাব বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন
ছবিঃ রেদোয়ান হোসেন জনি।

খবর৭১ঃ

রেদোয়ান হোসেন জনিঃ মিরসরাই উপজেলা করেরহাট ইউনিয়নে (৬ মার্চ) শুক্রবার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অভিযান ক্লাবেন বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮:০০ ঘটিকায় সংগঠনের সভাপতি সভাপতি সোলেমান উদ্দিন বাদশার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযান ক্লাবের সভাপতি সোলেমান উদ্দিন বাদশা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক স্বপন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সহকারী কমিশনার, কাস্টমস ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ রেলওয়ের কানুনগো পরেশ চন্দ্র নাথ, ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কালাচাঁদ চৌধুরী, ৩ নং ওয়ার্ডের মেম্বার শহীদ উল্যাহ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদের রহমান সওদাগর, অভিযান ক্লাবের সহকারী নির্বাচন কমিশনার সাধন কৃষ্ণ দাশ, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর হোসেন অভিযান ক্লাবের সাবেক সহ- সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ।

অভিযান ক্লাব বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন
ছবিঃ রেদোয়ান হোসেন জনি।

ছাড়াও আরো উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি জকারিয়া মহিম, সাবেক সহ-সভাপতি আমিনুল হক সজীব, সহ-সাধারণ সম্পাদক সফিউল আজম সোহান, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক তপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মাহমুদ, প্রচার সম্পাদক আলফাদুল হক নিশান, কোষাধ্যক্ষ নুর হাসান রোমেল, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, সাহিত্য ও সামাজিক সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক নুর উদ্দিন সজীব, সাংস্কৃতিক সম্পাদক সাদ্দাম হোসেন বাপ্পি, কার্যকরি পরিষদ সদস্য রিপণ কুমার দাশ, শ্যামল কান্তি দাশ, পরিষদের সম্পাদকবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্খী প্রমুখ।

অভিযান ক্লাব বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন
ছবিঃ রেদোয়ান হোসেন জনি।

সকাল বেলা ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরের পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আন্তঃক্রীড়ার ৬ টি ইভেন্টে ও বহিঃক্রীড়া ১৬ টি ইভেন্টে পুরস্কার বিতরণ ও ২০১৯ সালে জেএসসি, জেডিসি, পিএসি ও ইবতেদায়ী পরীক্ষায় এ+ প্রাপ্ত ২৮ জনকে সংবর্ধনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here