গ্রীষ্মকালে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা পেছাল ইসি

0
450

এখন থেকে প্রতি বছর মে থেকে অক্টোবর মাস পর্যন্ত সব নির্বাচনে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গ্রীষ্মকালে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা পেছাল নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, গ্রীষ্মকালে দিন বড় থাকায় ভোটারদের সুবিধার্থে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

তবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শীত মৌসুমে আগের মতো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিষয়টি ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।

আমরা ওই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে জানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কমে গেছে। সর্বশেষ উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে গড়ে ভোট পড়েছে প্রায় ৪১ শতাংশ।

এ ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। এমন অবস্থায় ভোটের সময় পেছালে ভোটার উপস্থিতি বাড়তে পারে এমনটি মনে করছে ইসি। এ পরিস্থিতিতে গ্রীষ্মকালে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা পেছানো হল। এতে রাতে ব্যালটে সিল মারার প্রবণতা কমে আসবে বলেও মনে করছেন ইসির কোনো কোনো কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here