কানাডায় ২০২১ সাল থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

0
579

খবর ৭১: আগামী ২০২১ সালের মধ্যে কানাডায় যে কোন ধরনের প্লাস্টিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ।
সোমবার (১০ জুন) মন্ট্রিয়লের মন্ট সেন্ট হিলেইরে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ট্রুডো বলেন, বৈজ্ঞানিক গবেষণা ও পর্যালোচনার পর প্লাস্টিকের তৈরি নির্দিষ্ট কিছু পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। প্লাস্টিকের তৈরি পানির বোতল, ব্যাগ ও স্ট্র’র ব্যবহার বন্ধে কানাডা সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
ট্রুডো আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে চান তিনি। পানি ও পরিবেশ দূষণ রোধে গত মার্চে প্লাস্টিকের ব্যবহার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রগুলো এতে সম্মতি দিলেও এটি কার্যকর করতে আবারও ভোটাভুটির প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here