শাহজাদের অভিযোগ অস্বীকার আফগান বোর্ডের

0
443

খবর ৭১ঃ আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদকে বিশ্বকাপ শুরু হতে না হতেই আনফিট সার্টিফিকেট দিয়ে দেশে পাঠিয়ে দেয়ার পর দারুণ বিতর্কে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ করে, মোহাম্মদ শাহজাদ যখন নিজেই জানিয়ে দিলেন, তিনি খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন এবং জোর করেই তাকে দল থেকে বাদ দিয়ে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

তবে, মোহাম্মদ শাহজাদের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে আফগান ক্রিকেট বোর্ড। তাদের দাবি, সঠিক নিয়ম মেনেই শাহজাদকে বাদ দেয়া হয়েছে। সে পুরোপুরি আনফিট একজন খেলোয়াড়। ডাক্তারি সার্টিফিকেট আইসিসির কাছে জমা দিয়েই তবে তারা শাহজাদের বদলি হিসেবে অন্য খেলোয়াড়কে দলে নিয়েছে।

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান মোহাম্মদ শাহজাদের অভিযোগ সম্পর্কে মুখ খোলেন। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘এটা পুরোপুরি ভুল যে, তাকে অনৈতিকভাবে দল থেকে বাদ দেয়া হয়েছে। আমরা আইসিসির কাছে তার ইনজুরি এবং ফিটনেস সম্পর্কিত মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছি। তারা আমাদের কাছ থেকে সঠিক কাগজপত্র পেয়েই খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দিয়েছে।’
মোহাম্মদ শাহজাদকে নিজেদের প্রধান ব্যাটসম্যান স্বীকার করে আফগান বোর্ডের প্রধান নির্বাহী বলেন, ‘সে হচ্ছে আমাদের প্রধান ব্যাটসম্যান। তার মত অন্য কেউ তো ব্যাট হাতে পার্থক্যটা তৈরি করে দিতে পারে না। তারমত একজন মূল খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত সত্যিই কঠিন।’

আসাদুল্লাহ ব্যাখ্যা করে জানিয়ে দেন, আফগানিস্তান যখন থেকে টেস্ট পরিবারের সদস্য হয়েছে, তখন থেকে তারা খেলোয়াড়দের ফিটনেসের বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি বলেন, ‘এই সময়ে এসে আমরা আইসিসির পূর্ণ সদস্য। টেস্ট খেলার মর্যাদা পেয়েছি। এ কারণে আমাদের প্রাধান্য অবশ্যই ফিটনেসের দিকে। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট- সর্বক্ষেত্রেই। আমরা তো একজন আনফিট খেলোয়াড়কে বয়ে বেড়াতে পারি না। আমরা বুঝতে পেরেছি, শাহজাদ কোনোভাবেই পুরোপুরি ফিট খেলোয়াড় নন। তবুও তিনি দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এরপর তো আমরা আর তাকে সুযোগ দিতে পারি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here