জনগণকে দেশের মালিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: ড.কামাল

0
314

খবর৭১ঃ গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘আমি বাংলাদেশের ৫০ বছর পূর্তিটা গণতান্ত্রিক পরিবেশে করতে চাই। এজন্য কাজ করে যেতে হবে। জনগণ ক্ষমতার মালিক। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জনগণকে দেশের মালিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

মঙ্গলবার (১৪ মে) বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

দেশে পূর্ণ ও কার্যকর গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন দরকার বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন।

এসময় তিনি দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় গণফোরাম কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।

কর্মীসভায় গণফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দল ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে আমরাই ক্ষমতায় আসবো। গণফোরামকে সেভাবেই গড়ে তুলতে হবে।’

সভায় গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোহসিন রশীদকে আহ্বায়ক করে গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটি এবং সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মেজর জেনারেল (অব.) আমসা আমিনকে আহ্বায়ক করে ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি গঠন করা হয়।

কর্মীসভায় গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ সভাপতিত্বে দলের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here