রমজান উপলক্ষে শনিবারও খোলা থাকবে বিএসটিআই ল্যাবরেটরি

0
617

খবর৭১ঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে সার্বক্ষণিক পণ্য পরীক্ষণ সুবিধা চালু রাখার স্বার্থে শনিবারও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ল্যাবরেটরিসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছেন বিএসটিআই মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন। পাশাপাশি পণ্যের মাননিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন তিনি। আজ বুধবার বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পরিচালক (সিএম) প্রকৌশলী এস.এম. ইসহাক আলীসহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএসটিআই মহাপরিচালক জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বেশি ব্যবহৃত হয় এমন কিছু পণ্যের দুই শতাধিক নমুনা বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষণের জন্য জমা দেয়া হয়েছে। আরও নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। ল্যাবরেটরিতে এসব পণ্যের পরীক্ষণ ফলাফল পরবর্তীতে জানানো হবে।

বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বিএসটিআই’র দায়িত্ব পণ্যের মানের নিশ্চয়তা বিধান করা। তাই এখানে কর্মরত সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। বিএসটিআই’র প্রতি জনগণের আস্থা পূর্বের তুলনায় বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

সভায় বিএসটিআই মহাপরিচালক আরও বলেন, বিএসটিআই পণ্যের মাননিয়ন্ত্রণের বিষয়ে কাজ করছে। এই কার্যক্রম আরও বাড়াতে হবে। বিশেষ করে রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিন্মমানের পণ্য বাজারে সরবরাহের অপচেষ্টা চালায়। তাদের অপচেষ্টা রুখতে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে। সভায় ব্যবসায়ীদেরকেও মানসম্পন্ন পণ্য উৎপাদন করে সামাজিক দায়বদ্ধতা পালনেরও অনুরোধ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here