স্বামীর পর মিলল স্ত্রী রুমকির লাশ

0
282

খবর৭১ঃরাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে এক নারীর পরিচয় মিলেছে। নাম রুমকি আকতার (৩০)।

রুমকি নীলফামারীর জলঢাকা উপজেলার দিলকুঁড়ি গ্রামের আশরাফ আলীর মেয়ে।

স্বামী মাকসুদুর রহমান বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পরই প্রাণে বাঁচতে ভবন থেকে লাফ দেন। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

রুমকি ও মাকসুদুরের বিয়ে হয় তিন বছর আগে। তারা ওই ভবনের একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ এলাকায় তারা বসবাস করতেন।
রাতে মাকসুদের খালাতো ভাই ইমতিয়াজ রুমকি’র মরদেহ সনাক্ত করেন।

তিনি বলেন, তার স্বামীও মারা গেছেন। তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতাল মর্গে রয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here