সড়ক দুর্ঘটনায় ৭জন নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

0
335

খবর৭১ঃ ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় বিএম ক‌লেজছাত্রীসহ সাতজন নিহ‌ত হওয়ার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সড়ক অব‌রোধ ক‌রে‌ছেন বিএম ক‌লেজ শিক্ষার্থীরা।

‌শনিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বিএম ক‌লেজ থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা মি‌ছিল‌টি নিয়ে নথুল্লাবাদ হোসাই‌নিয়া মাদ্রাসায় গেলে পুলিশ বাধার দেয়।বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ প্রথ‌মে সেখা‌নে সড়ক অব‌রোধ ক‌রেন তারা। এরপর পু‌লি‌শের বাধা অ‌তিক্রম ক‌রে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লের সাম‌নে সড়ক অব‌রোধ ক‌রেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, তারা নিরাপদ সড়‌কের দাবিতে ও বিএম ক‌লে‌জের মাস্টার্সের শিক্ষার্থী শিলা হালদারসহ সাতজন নিহত হওয়ার ঘটনার প্র‌তিবা‌দে সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ কর‌ছেন।

পু‌লিশ জানায়, শিক্ষার্থীদের বু‌ঝি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণের চেষ্টা কর‌ছে তারা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ আর মুকুল বাংলানিউজকে জানান, প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক করার জন্য শিক্ষার্থীদের সঙ্গে সি‌টি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ পু‌লি‌শের উর্ধ্বতন কর্মকর্তারা কথা বল‌ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here