একজন মন্ত্রী উন্নত চিকিৎসা পান আর সাবেক প্রধানমন্ত্রী পান না

0
282

খবর৭১ঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বেগম জিয়া যতোই অসুস্থ থাকেন না কেনো, তিনি নিজের মুখে কখনো বলেন নাই তিনি অসুস্থ। এখন তিনি বলছেন তিনি অসুস্থ।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি যে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে আনা হয়। সে হুইল চেয়ারে ভালো করে পা রাখতে পারেন না। আজকে সরকারের একজন মন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নূন্যতম চিকিৎসা দেয়া হচ্ছে না।’

বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘এমন উদাহরণ আছে বর্তমান প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন, তখন চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি বিদেশে গেছেন। তাই আমাদের প্রধান দাবি বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি যেনো বিদেশে অথবা বাংলাদেশে তাঁর পছন্দ মতো চিকিৎসা নিতে পারেন।’

তিনি বলেন, ‘আজকে আমাদের প্রধান দাবি খালেদা জিয়ার মুক্তি। আমরা চাই, মুক্ত খালেদা জিয়া যেখানে খুশি সেখানে চিকিৎসা নিয়ে আমাদের মাঝে ফিরে আসুক।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, পিজি ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে তিনি চিকিৎসা পাচ্ছেন না। এখন আবার সেই হাসপাতালের আনার চেষ্টা করা হচ্ছে।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here