সৈয়দপুরে তিন দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন ও মানববন্ধন কর্মসূচি পালিত

0
360

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস – ২০১৯ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী (৬-৮ মার্চ) নারী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ওই নারী উন্নয়ন মেলার আয়োজন করেছে। গতকাল বুধবার (৬ মার্চ) সকালে শহরের বিমানবন্দর সড়কের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিরবিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় শহরের বিভিন্ন নারী উন্নয়ন সমিতি ও সংগঠনের ১২টি স্টল স্থান পেয়েছে। এদের মধ্যে রয়েছে নীল পল্লী মহিলা উন্নয়ন সমিতি, অপরাজিতা নারী উন্নয়ন সমিতি, ল্যাম্ব শো- প্রকল্প, নিঃস্ব নারী কল্যাণ সমিতি, নবরূপা হাউজ, খোর্দ্দ বোতলাগাড়ী মহিলা উন্নয়ন সমিতি, লাকী মহিলা উন্নয়ন সমিতি ,পল্লী শ্রী, লায়ন্স স্কুল ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। এ সব স্টলের নারীদের  হাতে তৈরি নকশী কাঁথা,ওয়াল মেট, কুসুম কভার, বালিশ কভার,মশারির কভার, বিছানার চাদর চটের তৈরি ব্যাগ, ব্লক বাটিক, পুঁতিসহ নানা সুচির কাজের বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।
পরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভের সামনে বিমানবন্দর সড়কে ঘন্টাব্যাপী মানবববন্ধন করা হয়। “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো ” আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ওই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিরবিয়া।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহ্জাদী প্রমুখ। মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা-কর্মীরা ছাড়াও বিভিন্ন নারী সংগঠনের বিপুল সংখ্যক নারী অংশ নেয়।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here