নিরুত্তাপ মান্দা উপজেলা পরিষদ নির্বাচন, নেই উৎসবের আমেজ

0
349

সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার আগামী ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার-প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরপরই মান্দা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। পছন্দের প্রার্থীদের প্রতীক ও ছবি সম্বলিত পোস্টার টাঙ্গাতে শুরু করেছে কর্মী সর্মথকরা।
তফসীল ঘোষণার পর থেকেই উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তারা। তবে নির্বাচনের দিন ঘনিয়ে এলেও উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। অন্যান্যবারের মতো মান্দায় নেই নির্বাচনী আমেজ। প্রচার প্রচারণায় নেই আগের মত জৌলুস। এর কারণ হিসেবে নাগরিক সমাজের দৃষ্টিতে দলীয় প্রতীকের ব্যবহার আর সরকারে বাইরে থাকা দলগুলোর ভোট বর্জন অন্যতম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে উপজেলা নির্বাচন বয়কট করেছে বিএনপি, ইসলামী ও বাম দলগুলো। তাই মান্দা উপজেলা বিএনপির নেতারা বলছেন, ভোটের আগের রাতেই ভোট হয়ে যাওয়ায় মানুষ এখন আর বাংলাদেশের ভোট ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না। এই কারণে উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো উৎসাহ নেই।

উপজেলা পরিষদ নির্বাচনে মান্দায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন চার প্রার্থী। প্রতীক বরাদ্দের পর বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিস। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুুরুষ) পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন নৌকা প্রতীকে, বর্তমান ভাইস চেয়ারম্যান এসএম আহসান হাবীব আনারস প্রতীকে (স্বতন্ত্র), উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন লাঙ্গল প্রতীকে ও আফজাল হোসেন হেলিকপ্টার প্রতীকে (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত তালা প্রতীকে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক বাল্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা ফুটবল প্রতীকে ও আরফানা বেগম ফেন্সি কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here