নড়াইলে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসর্মপণ

0
292

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ৫ জন মাদক ব্যাবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নিকট আত্মসর্মপণ করেন।
রোববার (৩ মার্চ) জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের আয়োজনে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়াম থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযুক্ত
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here