ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের আন্দোলন চলছেই

0
249

খবর৭১:ইবি প্রতিনিধি :তিন দফা দাবিতে ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা সমিতি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছেই। সোমবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত দুই ঘন্টার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচী পালন করেন তারা।

তাদের দাবীসমূহ হচ্ছে, পূর্বের ন্যায় সকাল আট টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মঘন্টা নির্ধারণ, বেতন বৈষম্য দূরীকরণ এবং চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গত বছর সিন্ডিকেটে কর্মঘন্টা বৃদ্ধি করে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এবং চাকরির বয়স সীমা কমিয়ে ৬০ বছর করে প্রশাসন।

কর্মকর্তা সমিতির সাধরণ সম্পাদক মীর মোরশেদুল আলমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে কর্মকর্তা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতির পালন করবে কর্মকর্তা সমিতি। বুধবার পরবর্তীতে বড় ধরনের কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।’

রোববার থেকে শুরু হওয়া এ আন্দোলনে অংশ নেন বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here