জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ এর তারিখ পরিবর্তন করা হয়েছে

0
236

খবর৭১:জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। ইলিশ-অধ্যুষিত ৩৬টি জেলায় ১০ থেকে ১৬ মার্চের পরিবর্তে ১৬ থেকে ২২ মার্চ এ সপ্তাহ পালিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলম বাদশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার (৩ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ১৬ মার্চ ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে অনুষ্ঠিত হবে নৌ-র‌্যালি। এর আগে ১৫ মার্চ মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সপ্তাহের কর্মসূচি তুলে ধরবেন মৎস্য প্রতিমন্ত্রী।
জাটকা সংরক্ষণ সপ্তাহের এ বছরের স্লোগান হলো ‘কোনও জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না।’ সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৬টি জেলা-উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র-প্রদর্শন, টিভি-রেডিও, মোবাইলে প্রচারণা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঢাকার বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি জালসহ জাটকা কেনাবেচা, বাজারজাতের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানসহ সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here