প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গুণগত শিক্ষা নিশ্চিত করলে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হবে — সৈয়দ তারিকুজ্জামান

0
304

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেটঃবাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট-এর বার্ষিক ক্রীড়া
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের। এজন্য সর্বপ্রথম গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য নিজেদেরকে তৈরী করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা এবং সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে।
বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট-এর বার্ষিক ক্রীড়া প্রতযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রোববার বিকালে শাহজালাল উপশহরস্থ কর্মচারী বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাসস্থ ব্যাংক স্কুল মাঠে স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের সহকারী শিক্ষিকা পাপিয়া চৌধুরী ও লীলা বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, মহাব্যবস্থাপক মাকসুদা বেগম, উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিবিএর সভাপতি মোফাখখারুল ইসলাম, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. এনামুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে করেন আব্দুল্লাহ আল মুকতাদি, গীতা পাঠ করেন সূচিত্রা আচার্য ভাষা এবং বাইবেল থেকে পাঠ করেন ফ্লোরেন্স বৈদ্ধ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ পিএসসি, জেএসসি এবং এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদেরকে ক্রেস্ট তুলে দেন। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তাসলিমা আক্তার আঁখি এবং নাজমা আক্তারের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা গান, নৃত্য, নাটকসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
খবর৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here