বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের জার্সি উন্মোচন করলো ভারত

0
223

খবর৭১:চলতি বছরে ৩০ মে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের জার্সি উন্মোচন করলো ভারত। শুক্রবার (১ মার্চ) ভারতের হায়দ্রাবাদে এ জার্সি উন্মোচন করা হয়। এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে ভারতই সবার আগে জার্সি উন্মোচন করলো।

নতুন জার্সি পরে হাজির হোন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনী, আজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররা। খুব বেশি পরিবর্তন না থাকলেও কলারের পেছনে ১৯৮৩ ও ২০১১ ওয়ানডে ও ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপের তারিখ লেখা আছে।

৫ জুন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ। ক্রিকেট বিশ্বকাপে আসন্ন আসরটি ১২তম আসর। ২০১৯ বিশ্বকাপে এবার কোনো গ্রুপ নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে।

দেড় মাস লম্বা বিশ্বকাপে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এর মাঝে গ্রুপ পর্বেই হবে ৪৫টি খেলা। লম্বা গ্রুপ পর্বের কারণে এবার নক আউট পর্বের খেলা কম। সরাসরি সেমিফাইনাল ও ফাইনাল-তিন ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আগামী চার বছরের ওয়ানডের বিশ্ব সেরা দলের নাম। ফাইনাল হবে ১৫ জুলাই। ১১টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here